Prof. (Dr.) Md. Ayub Ali

প্রফেসর ডাঃ মোঃ আইয়ুব আলী

Professor Dr. Md Ayub Ali is one of the best Plastic Surgeons in Bangladesh, with over 30 years of experience in this field. He is the Professor and Head of Plastic Surgery at Sheikh Mujib Medical University (BSMMU). Throughout this long journey of his professional life, Dr. Ayub has enriched him with higher education, training, fellowship, research, teaching, and as a surgeon. All of these experiences have made him a dependable, reliable and top Plastic Surgeon in the country.

Academic Qualification

Dr. Ayub obtained his MBBS degree in 1984 from Sher-e Bangla Medical College, Barisal under Dhaka University. In 1995,  he sat for the competitive Lectureship examination and stood first. In the same year, he started his teaching profession as a lecturer of the Anatomy Department at Dhaka Medical College. But it was just the beginning of his professional life. The next year, he started his postgraduate study on surgery at BSMMU. In 1999, Dr. Ayub obtained his FCPS degree in surgery from the Bangladesh College of Physicians and Surgeons (BCPS). He was selected for studying MS, the Highest Postgraduate  Degree of Plastic Surgery for the first time in Bangladesh at Dhaka Medical College in 2003 and successfully completed his MS on Plastic Surgery in 2006 under Dhaka University.

 

Training and Fellowship

Besides orthopedic and general surgery Dr. Ayub has attained advanced training in different disciplines of Plastic Surgery from different highly prestigious institutes abroad. In 2006, he obtained a ‘Fellowship from Smile Train’ (USA) and attended the International Workshop on Cleft and Craniofacial Surgery at World’s largest Chang Gung Memorial Hospital in Taipei, Taiwan. In 2007, he completed his ‘Fellowship on Cleft and Craniofacial Surgery’ under the supervision of renowned Cleft Surgeon of Indian Sub Continent, Professor Dr. Jyotsna Murthy, from SR University, Chennai, India. In 2008, he was selected for training as a ‘Training Fellow on Hand and Reconstructive MicroSurgery’ under the supervision of Professor Dr. Raja Sabapathy, world-famous Southasian MicroSurgeon & Director of Ganga Hospital, Coimbatore, India.

 

Research and Publication

2008:

  • A life-long member of Indian Society of Cleft Lip Palate & Craniofacial Anomalies (ISCLP & CA) &
  • Association of Plastic Surgeons of India (APSI)

2012:

  • Approval of Scientific research on Reconstructive Microsurgery on the conference (APSICON-2012) organized by the Association of Plastic Surgeons of India (APSI)

2013

Chamber Information

Prof. (Dr.) Md. Ayub AliGreen life Hospital,
Green Road, Dhaka :
Contact- : 01841519346,
01937120283
01706290642


CSCR, O. R. Nizam Road, Chittagong
Contact- : 01834256725
01829055586
01832764996

Plastic Surgeon in Bangladesh - Prof. Dr. Md. Ayub Ali

জীবনী

প্রফেসর ডাঃ মোঃ আইয়ুব আলী

প্রফেসর ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা।

প্রকল্প পরিচালক ও চিফ প্লাস্টিক সার্জন,

স্মাইল ট্রেন (ইউ.এস.এ.) ক্লেফট প্রজেক্ট বরিশাল ও চট্রগ্রাম ।

অধ্যাপক আইয়ুব আলী ১৯৮৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে প্রতিযোগিতামূলক লেকচারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং একি বছর ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের লেকচারার হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৬ সনে বঙ্গবন্ধু শেক মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (প্রাক্তন আইপিজি এমআর) থেকে সার্জারী বিষয় স্নাতোত্তর অধ্যয়ন করেন এবং ১৯৯৯ সালের জানুয়ারী সেশনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) ঢাকা থেকে এফসিপিএস (সার্জারী) ডিগ্রী লাভ করেন। ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ প্লাস্টিক সার্জারির সর্বোচ্চ ডিগ্রি প্রথম বারে এম এস কোর্সে অধ্যায়নের জন্য নির্বাচিত হন এবং ২০০৬ সালের জানুয়ারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে এমএস (প্লাস্টিক সার্জারি) সম্পন্ন করেন। জেনারেল সার্জারি ও অর্থোপেডিক সার্জারি ছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্লাস্টিক সার্জারির বিভিন্ন শাখায় প্রশিক্ষন গ্রহন করেন।

২০০৮ সালে, তিনি ভারতীয় সোসাইটি ফর লিপ, প্যালেট ও ক্রানিফেসিয়াল এনোমালিস (ISCLP & CA) এবং ভারতের প্লাস্টিক সার্জনস অ্যাসোসিয়েশন (APSI) এর আজীবন সদস্য নির্বাচিত হন। ২০১২ সনে “প্লাস্টিক সার্জনস অফ ইন্ডিয়া” আয়োজিত সম্মেলনে (APSICON-2012) রিকন্সট্রাক্টিভ মাইক্রো সার্জারি বিষয়ে তাঁর বৈজ্ঞানিক গবেষনা গৃহীত হয় এবং ২০১২ সালের নভেম্বরে তিনি লক্ষেনীতে পেপারটি উপস্থাপন করেন। এছাড়াও ২০১৩ সালে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOSCON-2013) আয়োজিত সম্মেলনে “বেস্ট পেপার অ্যাওয়ার্ড”গ্রহন করেছেন।

২০১৫ সনে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন, ইলিনয়, ১৬ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি সম্মেলনে এর বার্ষিক আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জনস (ASPS) ও প্লাস্টিক সার্জারি ফাউন্ডেশন(PSF) কমিটির দ্বারা “ইন্টারন্যাশনাল স্কলার” হিসাবে নির্বাচিত হয়েছেন। উক্ত কনফারেন্সের পর এএস্পিএস এবং পিএসএফ দ্বারা পরিচালিত এবং যুক্তরাষ্ট্রে দুটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান যেমন হিউস্টনের “টেক্সাস চিলড্রেন হসপিটাল” ও রোসেশ্তারে “মেও ক্লিনিকে” ভিজিটিং ক্লিনিসিয়ান হিসাবে প্লাস্টিক সার্জারীর উচ্চতর প্রশিক্ষন গ্রহন করেন। ২০১৭ সালের জুলাই মাসে, ডাঃ আইয়ুব প্লাস্টিক সার্জারির “অধ্যাপক” হিসাবে উন্নীত হন এবং পুনরায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) এ যোগদান করেন।

প্রফেসর আইয়ুব “আন্তর্জাতিক স্কলার প্রোগ্রামের” সময় অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে অন্যান্য ক্লাফট সার্জন এবং বিশ্বব্যাপী রোগীদের সুবিধার জন্য নিবেদিত। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে ৩০ টির বেশি বৈজ্ঞানিক গবেষণামূলক কাজ উপস্থাপন করেছেন। অধ্যাপক আইয়ুব আলী ”বাংলাদেশ জার্নাল অব প্লাস্টিক সার্জারি (BDJPS)” এর সম্পাদকীয় সহ ১৫ টি বৈজ্ঞানিক

২০০৬ সালে ডাঃ আইয়ুব স্মাইল ট্রেইন (ইউ.এস.এ.) থেকে ফেলোশিপ অর্জন করেন এবং তাইওয়ানের তাইপেতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ চ্যাংগুং মেমোরিয়াল হসপিটাল (Chang gung Memorial Hospital) এ অবস্থিত ক্লেফট ও ক্রানিয়োফেসিয়াল সার্জারীর আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহন করেন। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ক্লেফট সার্জন অধ্যাপক ডাঃ জ্যোৎস্না মূর্তির অধিনে ২০০৭ সালে ভারতের চেন্নাই অবস্থিত এস আর ইউনিভার্সিটি থেকে ক্লেফট ও ক্রানিয়োফেসিয়াল সার্জারীতে ফেলোশিপ সম্পন্ন করেন। এছাড়াও ২০০৮ সনে ভারতের কয়েমবাতুরে অবস্থিত গঙ্গা হাসপাতালের পরিচালক এবং দক্ষিন এশিয়ার বিখ্যাত মাইক্রো সার্জন অধ্যাপক ডাঃ রাজা সাবাপাথের অধিনে “হ্যান্ড এন্ড রিকনস্ট্রাক্টিভ মাইক্রোসার্জারীর (Hand and Reconstructive Micro Surgery)” একজন ট্রেনিং ফেলো হিসাবে ট্রেনিং সম্পন্ন করেন।

২০১৩ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এবং এপ্রিল মাসের ০১ তারিখে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নিটোরে প্লাস্টিক সার্জারী বিভাগে যোগদান করেন। সরকারি সেবার পাশাপাশি তিনি চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালে স্মাইল ট্রেইন (ইউ.এস.এ.) ক্লেফট প্রজেক্ট এর চিফ প্লাস্টিক সার্জন এবং প্রকল্প পরিচালক হিসাবে ও কাজ করিতেছেন।

২০০৮ সাল থেকে চট্রগ্রামের লায়ন মোখলেসুর রহমান প্লাস্টিক সার্জারি হাসপাতাল (LMRPSH)এ স্মাইল ট্রেইনের প্রধান প্লাস্টিক সার্জন এবং প্রকল্প পরিচালক হিসাবে তিনি তাঁর সর্বোত্তম সেবা প্রদান করেছেন। স্মাইল ট্রেইন , মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্লেফট দাতব্য সংস্থা।

মাইক্রো সার্জারি এবং বিভিন্ন উদ্ভাবনী প্লাস্টিক সার্জারীর পাশাপাশি তিনি বিনামূল্যে ৮০০০ এরও বেশি সফল ক্লেফট সার্জারী সম্পন্ন করেছেন এবং বিশেষ করে চট্রগ্রাম ও বরিশাল অঞ্চলের দরিদ্র রোগীদের মুখে নতুন হাসি উপহার দিয়েছেন।

গবেষনা ইতোমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি সক্রিয় গবেষক হিসেবে বৈজ্ঞানিক গবেষনা কাজে জড়িত আছেন এবং তাঁর পেশাগত কাজের পাশাপাশি তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জারী জার্নাল (BDJPS) এর সহ সম্পাদক হেসেবেও জড়িত আছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএস প্লাস্টিক সার্জারী ফাইনাল পরীক্ষার পরীক্ষক এবং থিসিস রিভিউয়ার হিসাবে নিয়মিত দায়িত্ব পালন করিতেছেন।

In an occasion on 15/03/21, I received the acceptance letter of my joining as Professor of Plastic Surgery from honourable VC Prof. Kanak Kanta Barua. Prof. Abdul Hannan, Registrar, BSMMU also present on that occasion. It was the auspicious day for me.

Alhamdulillah !!

By the mercy of Almighty Allah, I already joined as Professor of Plastic Surgery, BSMMU, Dhaka.

May Almighty provide me the further courage & strength to work hard as before to uphold this dignity & honour & thereby to develop the subject as an int’l standard.

Amen !!

– Prof. (Dr.) Md. Ayub Ali   Professor & Unit Chief,      Plastic Surgery, BSMMU    (Ex IPGMR), Dhaka

আমাদের পরিষেবাদি সম্পর্কে আরও তথ্যের জন্য ডাঃ আইয়ুব আলীর সাথে যোগাযোগ করুন