অসুস্থতা, ট্রমা কিংবা জন্মগতভাবে ঘটা মুখমণ্ডল এবং শরীরের অন্য যেকোনো অঙ্গের বিকৃতি সারিয়ে শারীরিক প্রকাশকে আকর্ষণীয় করে তুলতে সার্জারির এই বিশেষ শাখাটির সূচনা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্যতীত শরীরের অন্য যেকোন অঙ্গের সার্জারি করে পুনরায় আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা, কার্যক্ষমতা বাড়িয়ে তোলা এমনকি শারীরিক প্রকাশকে পরিবর্তন করাও সম্ভব চিকিৎসা বিজ্ঞানের এই বিশেষ শাখাটির মাধ্যমে।